
উখিয়া( কক্সবাজার) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াত ইসলামী উখিয়া উপজেলার আওতাধীন পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দীয় কর্মসুচির অংশ হিসেবে দাওয়াতপক্ষ, গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ এপ্রিল) আছরের নামাজের পর উখিয়া উপজেলার পালংখালী বাজারে উক্ত গণসংযোগ উত্তর পথসভা অনুষ্ঠিত হয়।
জামায়াত ইসলামী কেন্দ্রীয় সোরা সদস্য ও কক্সবাজার জেলা আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এসময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামী একটি কল্যাণমূলক ও ইনসাফভিক্তিক রাষ্ট্র গঠন করতে সংগ্রাম করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত। দেশের চলমান অন্যায়, অবিচার ও জুলুম থাকবেনা। কোরআন-সুন্নাহ আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হবে। সকল মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে। তাই দেশের সকল নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান করেন তিনি।”
গণসংযোগ ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী,উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উখিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার খায়রুল বশর, ডা. কবির আহমদ, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির হাফেজ জালাল আহাম্মদ, বায়তুলমাল সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শাখার সভপতি মোহাম্মদ হারেস, সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, জামায়াত নেতা ফরিদুল আলম চৌধুরী, পেশাজীবি নেতা মাষ্টার মোক্তার আহাম্মদ, যুব নেতা সাইফুল ইসলাম, এস এম জি মুফিজ, মোহাম্মদ ফয়সাল, একরামুল হাসান, মোহাম্মদ জাহেদ ও আব্দুল হক।
এছাড়াও গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী বাজারের বিভিন্ন দোকান, এবং প্রধান সড়কের আলি-গলিতে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
##
পাঠকের মতামত