ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে ...
নিখোঁজের ৬দিন পরও সন্ধান মেলেনি উখিয়ার মিটন বড়ুয়া’র (৩৫)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড মধ্যরত্না গ্রামের বাসিন্দা মৃত সামাচরণ বড়ুয়ার ছেলে।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। এখনো সন্ধান মেলেনি।
স্বজনদের বর্ণনামতে, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫”-৬”। সে রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন খাগড়াছড়ি দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে নদীতে সে নিখোঁজ হয়।
কেউ যদি মিটন বড়ুয়া সম্পর্কে কোন খবর পেয়ে থাকেন, নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
১। 01874-281376 (সুকেল বড়ুয়া)
২। 01878-830413 (দীপন বড়ুয়া)
৩। 01822398592 (ঝোটেন বড়ুয়া)
পাঠকের মতামত