আব্দুস সালাম, টেকনাফ::
টেকনাফের নাফনদীর মোহন থেকে মাছ ধরার পাঁচ ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি।
মঙ্গলবার(০৮এপ্রিল)দুপুর সাড়ে ১২টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই ৫টি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন,মঙ্গলবার দুপুরে নাফনদীর মোহনা থেকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নানাভাবে ৫টি ট্রলার ও ১১জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি।এ ঘটনায় বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।এর মধ্যে দুইটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর তিনটি ট্রলারের মালিক তথ্য এখনো পাওয়া যায় নাই।এ বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,দুটি ট্রলার টেকনাফ উপজেলার মালিক মো. কালাম ও মো. শাওন।এবং দুটি ট্রলারে মোট ১১জন তার মধ্যে মো. কালামের ট্রলারের ৫জন ও মো:শাওনের ট্রলারের ৬জন জনবল রয়েছে বলে জানা যায়।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন,টেকনাফে ফেরার পথে কায়ুকখারী ঘাটের মাছ ধরার দুটি ট্রলারসহ১১জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি।
পাঠকের মতামত