সিএসবি ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:৫২ এএম

২ কোটি ৬৪ লাখ ১১ হাজার ১৪১ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ সেপ্টেম্বর) স্ত্রীর বিরুদ্ধে ৭৯ লাখ ৫৭ হাজার ১৯৩ টাকা এবং গত ২৮ আগস্ট স্বামীর বিরুদ্ধে ১ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৯৪৮ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক দুটি মামলা করা হয়।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদী হয়ে মামলা দুটি করেন। নগরীর গোরহাঙ্গা এলাকার বাসিন্দা কামরুজ্জামান মুকুল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক বিএন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। তিনি রাজশাহী নিউ মার্কেট এলাকার সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক। সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবেও কর্মরত। তার স্ত্রী মারুফা নগরীর রাজপাড়া থানা এলাকার আদর্শ মহিলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

দুদক জানায়, মারুফা খানম দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, তার নামে ১ কোটি ৬৪ হাজার ৬২৫ টাকা মূল্যের স্থাবর ও ৭ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে তার ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৬২৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ এবং ১৯ লাখ ৫ হাজার ৫৬৪ টাকা ঋণ রয়েছে।

কিন্তু অনুসন্ধানকালে দুদক জানতে পারে, মারুফার নামে স্থাবর ১ কোটি ৬৪ হাজার ৬২৫ টাকার ও ৪ লাখ ৩০ হাজার ৫৩৮ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। মোট সম্পদ ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ১৬৩ টাকার। তার ঋণ পাওয়া যায় ১৭ লাখ ৪৯ হাজার ৮৪১ টাকা। ঋণ বাদে মারুফা খানমের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় ৮৭ লাখ ৪৫ হাজার ৩২২ টাকা।

অথচ তার বৈধ আয় পাওয়া যায় মোট ৯ লাখ ৪৫ হাজার ৭৫৪ টাকা। তার পারিবারিক ব্যয় ১ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকা। পারিবারিক ব্যয়সহ অর্জিত সম্পদ ৮৯ লাখ ২ হাজার ৯৪৭ টাকা। ফলে তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৯ লাখ ৫৭ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন।

এটি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে দুদক বাদী হয়ে মারুফা খানমের বিরুদ্ধে একটি মামলা করে।

এদিকে, মারুফার স্বামী কামরুজ্জামান মুকুল ১ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। সেইসঙ্গে আয়বহির্ভূত ১ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে জানতে পারে দুদক। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মারুফা ও তার স্বামী মুকুল। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এ দম্পতি সনদ-বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। মুকুলের বিরুদ্ধে করা দুদকের মামলায় সেটিও বলা হয়েছে। সম্প্রতি  জোতকার্তিক গ্রামের একটি খুনের ঘটনায় আসামি হয়েছেন মুকুল। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ অবৈধ সম্পদ

আদালত থেকে পালানো আসামি গ্রেফতার

জানুয়ারী ২২, ২০২৩
৯:৩৬ পিএম

মান্দায় যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আটক-৩

সেপ্টেম্বর ১৯, ২০২২
৮:১১ পিএম
  • চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ধানবোঝাই ট্রাক্টরের চাপায় নারী নিহত
  • র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার এক সহযোগীসহ গ্রেফতার
  • মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ
  • রাজাপালং ইউপি’র ২০২৩-২৪ অর্থবছরের প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • র‌্যাবের পৃথক অভিযানে ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
  • শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে রামুর ইপ্সিতা
  • উখিয়ায় পুত্রের হাতে পিতা খুন
  • উখিয়ার এক চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
  • বেইলি ব্রীজ নির্মাণের জন্য দু’দিন বন্ধ থাকবে কাপ্তাই-বড়ইছড়ি সড়ক
  • র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার এক সহযোগীসহ গ্রেফতার

               নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ হ্নীলার জাফর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, কাতুর্জ ও ৫০ ...

    রাজাপালং ইউপি’র ২০২৩-২৪ অর্থবছরের প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

               রতন কান্তি দে:: তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ...

    শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে রামুর ইপ্সিতা

             রামু প্রতিনিধি:: জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে রামুর মেয়ে ...

    উখিয়ায় পুত্রের হাতে পিতা খুন

             নিজস্ব প্রতিবেদক উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউপির উত্তর বড়বিল গ্রামে পারিবারিক কলহের জের ধরে আলমগীর (১৭) ...

    বেইলি ব্রীজ নির্মাণের জন্য দু’দিন বন্ধ থাকবে কাপ্তাই-বড়ইছড়ি সড়ক

               কাপ্তাই প্রতিনিধি:: কাপ্তাই উপজেলাধীন চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকায় নতুন স্টীল বেইলী সেতু ...