শামলাপুর ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে গহীন পাহাড়ে পুলিশের অভিযান
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং ঢালা থেকে অপহৃত দুই পথচারীকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে পুলিশ। ...
আব্দুস সালাম, টেকনাফ
ডেভিল হান্ট অপারেশনে টেকনাফ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা সাবারাং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শরীফ মেম্বার প্রকাশ শরীফ বলিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার সাবরাং ডেইল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে টেকনাফ মডেল থানার পুলিশ।
গ্রেফতার মোহাম্মদ শরীফ সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক,দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোহাম্মদ শরীফ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
পাঠকের মতামত