
আব্দুস সালাম, টেকনাফ::
টেকনাফে যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলিসহ জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মাদক কারবারি আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।
রবিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
আটককৃত বক্তি হলেন,হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মীর কাসেমের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮)।
সোমবার (১৭মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে:শাহরিয়ার নিশাত।
তিনি জানান,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়।এ সময় তার বসতঘর তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র,তিনটি তাজা গোলা,চারটি দেশীয় ধারালো অস্ত্র ও দুটি মোবাইলসহ তাকে আটক করতে সক্ষম হয়।আটক জাহাঙ্গীর আলম রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এই ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে লেদা থেকে জাহাঙ্গীর আলম নামে একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করে থানায় হস্তান্তর করছেন।
তিনি আরও বলেন,আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত