নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২ ৭:১৯ এএম , আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ ৩:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটারগান, ৮টি গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত রোহিঙ্গা হলো টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা লাল মিয়ার ছেলে মোহাম্মদ জোবায়ের (২৩)। পরে আটককৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর সত্যতা নিশ্চিত করেন।

এপিবিএন সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ জোবায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। মঙ্গলবার রাতে ১৬ এপিবিএনের একটি টহল দল আশ্রয়শিবিরে টহল দিচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা জানতে পারেন, অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আশ্রয়শিবিরের একটি ঘরে অবস্থান করছেন।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার বলেন, আজ বুধবার দুপুরের পর জোবায়েরকে কক্সবাজার আদালতে পাঠানো হয়।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...