ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ ১২:১২ এএম , আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২২ ৭:১২ এএম

সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে অংশ নিতে গতকাল শনিবার নেপালের রাজধানীতে পৌঁছানোর একদিন পরেই আজ অনুশীলন নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ সকালে জিম দিয়ে অনুশীলন সেশন শুরু করে বাংলার নারীরা। এরপর সুমিং পুলে নেমে সাঁতার কাটতে দেখা যায় তাদের। বিকেলে রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে অবস্থিত আর্মি হেড কোয়ার্টাারের মাঠে দীর্ঘ দেড় ঘন্টা ঘাম ঝড়িয়েছে দলটি। প্রধান কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে শুরুতে স্ট্রেচিং করতে দেখা যায় দলটিকে। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা এবং বিভিন্ন দিক থেকে গোল করার কৌশল নিয়ে কাজ করে দলটি। সবশেষে ছিল ইয়োগার আদলে ফিটনেস ঠিক করা।
অনুশীলনের পর বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ছোটন বলেন,‘ আপনারা জানেন এর আগে আমরা সাফের ৫টি আসরে অংশ নিয়েছি। একটিতে ফাইনাল খেলারও অভিজ্ঞতা রয়েছে। বাকিগুলোর বেশ ক’টিতে সেমিফাইনাল খেলেছি। এই দলটি বিগত কয়েক বছর ধরে বয়স ভিত্তিক দলে ভালো ফুটবল খেলছে। সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষেও বেশ ভালো ফুটবল খেলেছে আমাদের মেয়েরা। ম্যাচ বাই ম্যাাচ লক্ষ্য থাকলেও আমাদের শেষ লক্ষ্য হচ্ছে সেমি-ফাাইনাল টপকে ফাইনাালো পৌঁছানো।’
এই যাত্রা পথে বাংলাদেশ দলকে শুরুতেই পার হতে হবে মালদ্বীপ বাঁধা। এ বিষয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, মালদ্বীপের ঘরোয়া ফুটবল লিগে চারবার খেলেছেন  আমাদের অধিনায়ক সাবিনা খাতুন। তাই দ্বীপ দেশটির ফুটবলারদের সম্পর্কে ভালো ধারনা রয়েছে তার। মালদ্বীপে তার খেলা পুলিশ ও সেনাবাহিনীর সতীর্থ বেশ ক’জন রয়েছেন এবারের জাতীয় দলে। তাই তাদের সম্পর্কে ভালো ধারনা রয়েছে সাবিনার। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেই ধারনা আর অভিজ্ঞতাই কাজে লাগাতে পারেন তিনি।’
সাবিনাকেই মালদ্বীপ ম্যাচে ট্রাম্পকার্ড মানছেন জাতীয় দলের কোচ গোলাম রব্বানী। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। সাফে প্রথম প্রতিপক্ষ মালদ্বীপ। ওই ম্যাচে সাবিনাই হবে আমাদের ট্রাম্পকার্ড। তিনি গোল করে দলকে অনেকবার জিতিয়েছেন। ওই দুই দলে তার সতীর্থ জাহিয়া, মাইসা, গোলকিপার লিজিসহ বেশ ক’জন রয়েছেন এবারের দ্বীপ দেশটির জাতীয় দলে। তাই তাদের দুর্বলতা ভালোই জানা সাবিনার। আমার বিশ^াস ও (সাবিনা) ভাল খেলবে। সাফের সুচি ঘোষনার পর থেকেই আমরা মালদ্বীপের বিষয়ে সাবিনাকে নিয়ে বসেছি। তার কথা শুনেছি। তাদের দুর্বলতার বিষয়ে শুনেছি এবং এর আলোকে পরিকল্পনা প্রনয়ন করেছি।’

পাঠকের মতামত

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...

রাত হলেই শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছুঁটছেন চকরিয়া উপজেলা প্রশাসন

         বেশ কয়েকদিনের প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন হতদরিদ্র অসহায় মানুষ। এসব অসহায় মানুষের শীত নিবারনে জন্য ...

চকরিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন উত্তেজনাপূর্ণ প্রথম খেলায় জয় দিয়ে সুচনা আবাহনী ক্রীড়া চক্রের

         কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মইনুর রশিদ শামিম প্রদত্ত টুর্নামেন্টে ...

কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

         প্রেস বিজ্ঞপ্তি • বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও ...