প্রকাশিত: ০৪/০৮/২০২২ ১০:৪৪ অপরাহ্ণ , আপডেট: ০৪/০৮/২০২২ ১১:৫৬ অপরাহ্ণ
জালিয়াপালং ইউনিয়ন পরিষদে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সংবাদকর্মী ইমরান

বার্তা পরিবেশক::

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ইমরান আল মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জালিয়াপালং ইউনিয়ন পরিষদে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে পরিষদ ভবনের সামনেই তার ওপর অতর্কিত হামলা হয়।

আহত সংবাদকর্মী ইমরান উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংবাদিক সমাজ। এ ছাড়া দোষীদের গ্রেপ্তারপূর্বক দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় আহত ইমরান বাদী হয়ে জালিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনারপাড়ার আলিম উল্লাহর ছেলে মো. আকাশ (২২)-সহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাত করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে হামলার পরপরই উখিয়া অনলাইন প্রেসক্লাবের কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গেলে শতশত ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদে এসে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছি। প্রতিটি কাগজে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। যা বলার বা দেখার কেউ নেই।’

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরিষদের উদ্যোক্তাদের কক্ষে গিয়ে দেখা যায় উদ্যোক্তারা কক্ষে নেই। উদ্যোক্তারা না থাকলেও ছয়-সাতজন লোক সেখানে কাজ করছেন। তারা পরিষদের নিয়োগপ্রাপ্ত কি না জানতে চাইলে কেউ সদুত্তর দিতে পারেননি।

উদ্যোক্তার কক্ষ থেকে বেরিয়ে আসার সময় চেয়ারম্যানের নির্বাচনীকর্মী নামধারী শামশুল আলম নামের এক ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এসব অভিযোগ অস্বীকার করে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম বলেন, ‘পুরুষ মেম্বারেরা সহযোগিতা না করার কারণে দিনরাত পরিশ্রম করেও কাজ শেষ করা যাচ্ছে না। আর কিছু মানুষ নিজেরা দালালি করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

চেয়ারম্যানের কথার সাথে সাধারণ মানুষের অভিযোগের কোনো মিল পাওয়া যায়নি। এসব হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

সংবাদকর্মীর ওপর হামলার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, ‘অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রসঙ্গত, উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে ১ আগস্ট থেকে শুরু হয়েছে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম। কিন্তু ভোটার হতে তথ্য সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এমন অভিযোগ অহরহ।

পাঠকের মতামত

  • তীব্র পানির সংকটে টেকনাফে বিপর্যস্ত জন-জীবন
  • টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার
  • ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন
  • বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিষারে ইফতার ও দোয়া মাহফিল
  • ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা মোঃ শরীফ মেম্বার গ্রেফতার
  • শরীয়তপুরে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
  • বিএনপি নেতার হাত কর্তনকারী ৩৯ মামলার আসামি ও ইউপি সদস্য এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নিখোঁজের ৩০ ঘন্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
  • কিশোরগঞ্জের এডিসি হলেন আমিমুল এহসান
  • টেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার
  • ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন

    ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন

    শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন বলেছেন, ছাত্রশিবির হচ্ছে ...
    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিষারে ইফতার ও দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিষারে ইফতার ও দোয়া মাহফিল

      শরীয়তপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শরীয়তপুরের ...
    বিএনপি নেতার হাত কর্তনকারী ৩৯ মামলার আসামি ও ইউপি সদস্য এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন

    বিএনপি নেতার হাত কর্তনকারী ৩৯ মামলার আসামি ও ইউপি সদস্য এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন

      আব্দুস সালাম, টেকনাফ : টেকনাফ সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আত্মস্বীকৃত মাদক কারবারি, ...