ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
মোহাম্মদ ইমরান::
কক্সবাজারের উখিয়া কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ থেকে ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেন ১৪ এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা জব্দ করা হয়।
ধৃত আসামি, ফরিদ আলম (৪৪) ক্যাম্প- ১ ব্লক-ডি/২ এর বাসিন্দা মৃত খলিল আহমেদ ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে উখিয়া কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এ অভিযান পরিচালনা করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক জানান, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১ এলাকায় একটি বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান, নাইমুল।
পাঠকের মতামত