
মোহাম্মদ ইমরান, উখিয়া:
দীর্ঘ ৭ বছর পর অবশেষে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উখিয়া উপজেলা আ:লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এতে কারা নেতৃত্বে আসছে! এ নিয়ে চলছে দলীয় নেতাকর্মীদের মাঝে চুলচেড়া বিশ্লেষণ !
এ সংক্রান্ত গত ২৪ জুলাই উখিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। এ সময় কয়েকজন আ:লীগ নেতা আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে, বর্তমান সভাপতি হামিদুল হক চৌধুরী অসুস্থ হওয়ায় একই কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী আগামী সম্মেলনে সভাপতি প্রার্থী হবেন বলে বিশেষ সূত্রে জানা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে উখিয়া উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদক এবং উখিয়া-টেকনাফের সংসদ সদস্য’সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ গুলো একই পরিবারে চলে যাওয়ায় এবং তাদের মধ্যে পারিবারিক দন্ধ থাকায় তৃণমুল নেতাকর্মীরা অতিষ্ট। কাজেই আগামী কমিটিতে পরিবর্তন আনা ছাড়া কোন বিকল্প পথ নাই।
কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, বর্তমান সভাপতি হামিদুল হক চৌধুরী অসুস্থ সেহেতু তিনি সম্মেলনে প্রার্থীতা করবেন কি-না এখনো বলা যাচ্ছে না।তবে জাহাঙ্গীর কবির চৌধুরী এইবারের সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার সম্ভবনা খুব বেশি।
নেতাকর্মীরা বলছে, উখিয়া উপজেলা আ:লীগের বর্তমান সভাপতি ও সম্পাদক সম্পর্কে, আপন চাচা-ভাতিজা হওয়ায় দীর্ঘদিন ধরে তারা দুজনের মধ্যে পারিবারিক দন্ধ থাকায় এইবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে।
সূত্রে জানা গেছে, আসন্ন উখিয়া উপজেলা আ:লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি এবং সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থীতা করতে পারেন সুতরাং এই বাইরের সম্মেলন ও কাউন্সিল একটু চ্যালেন্জিংও হতে পারে। কিন্তু অনেকের ধারণা উখিয়া-টেকনাফের আওয়ামী রাজনীতি হল সাবেক সংসদ সদস্য আব্দু রহমান বদির নিয়ন্ত্রণে। পূর্বের অভিজ্ঞতার কথা যদি বলা যায় তা হলে ‘বদি’ যাদের কে চাইবেন তাঁরাই আসবেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের নতুন নেতৃত্বে।
এখন পর্যন্ত সভাপতি প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে, তারা হলেন, কক্সবাজার জেলা আ:লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা আ:লীগের সদস্য আশরাফ জাহান কাজল। তবে, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী অসুস্থ হলেও তিনি যে কোন মূহুর্তে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করতে পারেন এমন গুঞ্জন শুনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন, উখিয়া উপজেলা আ:লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মাহবুব, উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ কন্ট্রাক্টর।
২৮ জুলাই অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলা আ:লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনকে সফল করতে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ৬ ডিসেম্বর উখিয়া উপজেলা আ:লীগের সম্মেলন কাউন্সিল অধিবেশনের মধ্যে দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর কবির চৌধুরী।
পাঠকের মতামত