
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৬ জুলাই) থেকে ৩ দিনব্যাপি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ১শ’ জন নির্মাণ শ্রমিক অংশ নিয়েছে।
কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এবং কাপ্তাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।
৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম ও সুজিত চাকমা।
পাঠকের মতামত