
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তরের আগত শুভ উদ্বোধনকে কেন্দ্র করে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলী সহ উপজেলায় কর্মরত সব সাংবাদিক গণ।
ইউএনও বলেন, আটোয়ারী উপজেলায় ৪০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের তালিকা প্রনয়ণ করা হয়েছে। ইতিমধ্যে ওই তালিকার ১ম পর্যায়ে ৭০টি ও ২য় পর্যায়ে ১২০টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে এবং গত ২৬ এপ্রিল ৩য় পর্যায়ের ১ম ধাপে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে আটোয়ারী উপজেলার ৫৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই সারা দেশের ন্যায় আটোয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) অবশিষ্ট ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালীর মাধ্যমে পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলায় ০৩ নং পঞ্চগড় সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত মাহানপাড়া ও আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত তোড়িয়া আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলবেন এবং পঞ্চগড় জেলাকে ১ম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন।
পাঠকের মতামত