
পলাশ বড়ুয়া:
কৃষি উন্নয়নে ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করতে আজ উখিয়া সফরে আসছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
জানা গেছে, শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং তুলাতলী গ্রামে ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
এছাড়াও জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার আয়োজনে ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উখিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধনের মাধ্যমে প্রান্তিক চাষীরা কৃষি বিষয়ক যে কোন তথ্য-উপাত্ত সহজে জানতে পারবেন। পাশাপাশি রোগ বালাই সম্পর্কে এবং উৎপাদিত পণ্যের বাজারদর, বাজারজাত সম্পর্কে জানতে পারবে।
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর উখিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
পাঠকের মতামত