টেকনাফে শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত অস্ত্র-গুলিসহ আটক
আব্দুস সালাম,টেকনাফ টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি দেশীয় ...
মোহাম্মদ ইমরান, উখিয়া::
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৭ থেকে ১ হাজার ৮’শ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা কে গ্রেফতার করেন ১৪ এপিবিএন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ক্যাম্প-১ডাব্লিও, ব্লক-এ/১৫ এর আবুল হাসিম এর ছেলে নুর আলম (২০) একই ক্যাম্পের আব্দু গফফারের ছেলে আয়াস (৪২) বলে জানা গেছে।
শুক্রবার (৮ জুলাই) রাতে ইয়াবাসহ ২জন আসামি কে গ্রেপ্তার করেছেন বলে তথ্য নিশ্চিত করেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক।
এসপি নাইমুল হক জানান, কুতুপালং ট্রানজিট পুলিশ চেকপোস্ট সংলগ্ন ক্যাম্প-০৭ এ অবস্থিত ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা কে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর এর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত