
মোহাম্মদ ইমরান, উখিয়া::
উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ব্লক-সি ক্যাম্প- ২/ওয়েস্ট আইওএম হাসপাতাল সংলগ্ন রাস্তার উপর থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) রাতে অস্ত্র ও ইয়াবাসহ দুইজন আটকের তথ্যটি নিশ্চিত করেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক।
আটককৃত হলেন, ব্লক-সি/৪ ক্যাম্প-২/ওয়েস্ট এর বাসীন্দা মনছুর আলীর ছেলে মোঃ ইসমাইল (২৫) ও মৃত আলী জোহর এর ছেলে মোঃ নুর হামিদ (১৯)
এসপি নাইমুল হক জানান, ১ টি পুরাতন দেশীয় তৈরী ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) ও ১ রাউন্ড গুলি এবং ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন দুষ্কৃতকারী কে আটক করা হয়ছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়। তারা দুজনেই মুন্না গ্রুপের চিকন আলীর সহযোগী হিসেবে কাজ করেন ।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত