
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভীরুল হক তামিম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মাহিম নামে আরো এক ছাত্র আহত হয়।
জানা গেছে, ১৪ বছর বয়সী তানভীরুল হক তামিম বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাড়ি কক্সবাজার বাসটার্মিনাল লারপাড়া এলাকায়।
৬ জুলাই (সোমবার) বিকেলে সৈকতের সী-গাল পয়েন্টে ছয় বন্ধু মিলে গোসল করতে নামলে তামিম ও মাহিম নামের দুই বন্ধু নিখোঁজ হয়।
নিখোঁজের খবরে উদ্ধারে নামে লাইফ গার্ডের সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে বিচ কর্মী এবং লাইফ গার্ডের সদস্যরা।
উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তামিমকে।
জীবিত উদ্ধার হওয়া যুবকের নাম মাহিম। সেই একই এলাকার নুরুল ইসলাম ভুট্টুর ছেলে।
তামিমের স্বজন মো. সাজ্জাদ হোসেন জানান, স্কুল থেকে ফেরার পর মাকে গরুর বাজার দেখতে যাবে বলে বের হয়। পরে ছয় বন্ধু সমুদ্র সৈকতে চলে যায়।
প্রত্যক্ষদর্শী তার বন্ধু জানায়, চারজন উপরে থাকলেও তামিমরা সমুদ্রের গভীরে চলে গিয়েছিল। সেখানে বাঁচানোর জন্য চেষ্টাও করেছেন তিনি।
পাঠকের মতামত