কিশোরগঞ্জের এডিসি হলেন আমিমুল এহসান
নিজস্ব প্রতিবেদক:: কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি হলেন মোহাম্মদ আমিমুল এহসান ...
পি বি জয়, ঢাকাঃ রাজধানীর লালবাগে রাকেশ আহমেদ ওরফে আসিফ নামে একজনকে গ্রেফতার করেছে। নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্স এসআই রায়হান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সুপার মার্কেটের পাশে মটর বাইকে পুলিশের নিয়মিত তল্লাশি চালানোর সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়।
লালবাগ জোনের এসিস্ট্যান্ট কমিশনার জনাব নিয়তি জানান, অপরাধ দমন ও আইন শৃংখলা পরিস্থিতিকে নিয়ন্ত্রনে রাখতে আমরা নিয়মিত অভিযানসহ তল্লাশি করে আসছি। ঐদিন আমাদের পুলিশের স্থানীয় টিম নিয়মিত তল্লাশি করছিল।
পুলিশের উপস্থিতি বা তল্লাশী করার বিষয়টি আগে থেকে টের পেয়ে বাইকে থাকা আরেক জন পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বিদেশি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি।
আমরা ইতোমধ্যে অস্ত্র আইনে অভিযুক্তএর বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং অন্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
পাঠকের মতামত