কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী সমসিদা (৩৬)।
শুক্রবার উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং-৫২। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন।
তিনি জানান, শুক্রবার নিহত রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিনের স্ত্রী উখিয়া থানায় ১৫ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জড়িতদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. কামরান হোসেন।
এর গত বৃহস্পতিবার রাতে ক্যাম্প-১৮ এর বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পাঠকের মতামত