
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি বিভাগের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট এনএটিপি-২ এর আওতায় বুধবার (১জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় পঞ্চগড় জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এনএটিপি-২ এর উপজেলা সভাপতি মোঃ এমদাদুল হক, সফল কৃষক প্রফুল্য, রাহেলা বেগম, আমেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার ৬ ইউনিয়নে ১০ টি করে মোট ৬০টা সিআইজি সমিতি লিমিটেড এর সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ গণ মাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এই ৬০টি সমিতির মধ্যে মোট ৭টি এ আই এফ- ২ প্রাপ্ত সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও সভাপতি।
পাঠকের মতামত