শরীয়তপুরে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের (জমি ...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় অবৈধ ডাম্পারের ধাক্কায় হামিম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সে জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো: নুর আলমের ছেলে এবং সোনারপাড়া সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে বালিভর্তি একটি ডাম্পার চাপা দিলে মুহুর্তেই শিশু হামীমের মগজ বের হয়ে মৃত্যুবরণ করে।
দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহযোগিতায় গাড়ীসহ চালককে আটক করে পুলিশ। তবে পোস্টমর্টেম ছাড়া লাশ দাফনের প্রভাবশালীর মহল চেষ্টা চালায় এমনটি জানিয়েছেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।
উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানিয়েছেন, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহতের খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি। পরে নিহতের লাশ দাফন সম্পন্ন করা হয় বলেও তিনি জানান।
পাঠকের মতামত