
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের মেম্বার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশারফ সিকদার।
২৪ মে (মঙ্গলবার) বিকালে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান।
এর আগে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া রিসোর্ট হল রুমে জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন সম্পন্ন হয়।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ আলম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
এ সময় তিনি বলেন, বিএনপির আমলে হাওয়া ভবন সৃষ্টি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সামনের নির্বাচনে বিএনপি না আসার জন্য নানান রকম ফন্দি করছেন । কক্সবাজার জেলা এখন আওয়ামী লীগের ঘাঁটি। স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠছে।
গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজারে বড়বড় মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী বছর জুন মাসে রেললাইন চালু হবে। তিনি আরও বলেছেন, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা খন্দকার মোশতাকদের বিতাড়িত করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম।
এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডঃরনজিৎ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিমের সদস্য সচিব ইউনুস বাঙালি,সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগ নেতা সোনা আলী।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের , উখিয়া উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, মাহবুল আলম, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রিয়াজুল হক, দফতর সম্পাদক নুরুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ রহুল আমিন চৌধুরী রাসেল।
পাঠকের মতামত