
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পার্শ্বে সাগর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পরিচয় জানা যায়নি।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, ইনানীর সমুদ্রের কিনারে একটি অজ্ঞাত যুবকের মরদেহ মিলেছে। তার বয়স অনুমান (৩০) বছর। গায়ে কালো হাফহাতা গেঞ্জি, পরনে কাল হাফ প্যান্ট রয়েছে। গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি। মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে।
এর আগে সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ইনানী পুলিশ ফাঁড়ি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান জানিয়েছেন, মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় মিলেনি এখনো। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
পাঠকের মতামত