সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গোপসাগরে ডুবে গেছে গম বোঝাই করা লাইটার জাহাজ ‘এমভি তামিম’। বুধবার (১৮ মে) বিকাল ৪টায় দিকে লক্ষ্মীপুরের রামগতি পাইলট বিচ সংলগ্ন তিল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ ‘এমভি প্রোফেল গ্রিজ’ থেকে এক হাজার ৬০০ টন গম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। বুধবার বিকালে জাহাজটি রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছালে জাহাজের হেজ ফেটে পানির নিচে গমসহ ডুবে যায়।
জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের নির্বাহী পরিচালক জামাল হোসেন জানান, এসব গম ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ১২ জন নাবিক ছিল। তাদের অপর একটি জাহাজ উদ্ধার করেছে। জাহাজটিতে এক হাজার ৬০০ টন গম ছিল। যার মূল্য ছয় কোটি ৬৪ লাখ টাকা।
সিএসবি-টুয়েন্টিফোর;১৯/৫ঃ(স+৩৯)
পাঠকের মতামত