
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তালিকা যাচাই-বাছাই চলছে।
১৪ মে (শনিবার) সকাল ১১টায় মরিচ্যা আদর্শ কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন চলছে।
সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠু ভাবে সম্মেলন করতে এ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ আলম চৌধুরী, সদস্য সচিব ইউনুস বাঙালী,উখিয়া টেকনাফের সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদি,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক ফজল করিম সিকদারসহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে নৌকার বিদ্রোহীরা বিভিন্ন ভাবে সম্মেলন ও কাউন্সিল বানচাল করতে মরিয়া হয়ে উঠেছিল।
যারা সম্মেলন বানচাল করতে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
পাঠকের মতামত