
জোবায়ের আহমদ, মৌলভীবাজার:
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) ঈদগাহ এর কাজ সম্পন্ন হয়েছে। ঈদগাহ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বর্নিল সাজসজ্জায় সাজানো হয়েছে।
শনিবার ৩০ এপ্রিল রাত ১২ টায় মৌলভীবাজার পৌর শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা ঈদগাহে লাইটিং চুইচ দিয়ে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের জেলা প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এসময় মেয়র বলেন, সৈয়দ শাহ মোস্তফা(র.) টাউন ঈদগাহ এর কাজ সম্পন্ন হয়েছে,আসছে ঈদুল ফিতরের নামাজ সাচ্ছন্দ্যে মুসল্লীরা
আদায় করতে পারবেন বলে আমি আশাবাদী। প্রায় ১৬ হাজার মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবেন। তিনি আরও বলেন, বৃহত্তর সিলেটের মধ্যে এটিই সর্ববৃহৎ ঈদগাহ।
পাঠকের মতামত