
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ নিখোঁজের ১২ দিন পর অবুঝ শিশু মোঃ নাজমুল (৪) তার মা’কে ফিরে পেয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পানবারা গ্রামে।
পুলিশ জানায়, গত (১৪ এপ্রিল) পারিবারিক কলহের জেরে অবুঝ শিশু নাজমুলকে ফেলে নারগিস বেগম (২৪) তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোজাখুজির পরে না পেয়ে নারগিসের স্বামী কসিরুল আটোয়ারী থানায় একটি জিডি করেন।
পরে ওই জিডির ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ সম্রাট খানের নেতৃত্বে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে মোবাইল ট্যাকিংয়ের (সিআরআর) মাধ্যমে নারগিসের অবস্থান ঢাকায় সেটা নিশ্চিত হওয়া যায়।
পরে অনেক কাঠখড় পুরিয়ে তাকে ঢাকা থেকে বিভিন্ন পথ অবলম্বনে উদ্ধার করে আটোয়ারীতে ফেরত নিয়ে আসেন এসআই মোঃ সম্রাট খান। মঙ্গলবার (২৬ এপ্রিল) ১২ দিন পরে নারগিসকে বাবা মোহাম্মদ আলীর জিম্মায় প্রদান করা।
১২ দিন পরে মা’য়ের কোল ফিরে পেয়ে অনেক খুশি শিশু নাজমুল।
উল্লেখ্য, কসিরুলের দুইটা বিয়ে হওয়ায় দুই সতিনের মাঝে গত (১৪ এপ্রিল) পারিবারিক কলহের জেরে ছোট বউ নারগিস তার অবুঝ শিশুকে ফেলে বাড়ি থেকে পালিয়ে যায়।
পাঠকের মতামত