নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। এ নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি হলেন ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী। সোমবার বিকেল ৫টার দিকে তিনি কক্সবাজার পৌঁছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন।
রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
রাজকুমারী একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগানোর কথা রয়েছে। পরে ম্যারি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।
এর আগে তিনি ঢাকায় পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারী বাসভবন গণভবনে সাক্ষাতে মিলিত হন।
একইদিন বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যারি।
পরে ৫০ বছর বয়সী রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেয়।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ জানান, ডেনমার্কের রাজকুমারির রোহিঙ্গা ক্যাম্প সফরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।
পাঠকের মতামত