
মোহাম্মদ ইমরান, উখিয়া:
সারাদেশের ন্যায় উখিয়াতেও আগামীকাল মুজিববর্ষ তৃতীয় পর্যায় উপলক্ষে ২ শত ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান করা হবে।
সোমবার (২৫-এপ্রিল) বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার, ইমরান হোসাইন সজীব তথ্যটি নিশ্চিত করে বলেন, আগামী ২৬-এপ্রিল সকাল বেলায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উখিয়া’সহ সারাদেশে ৩২ হাজার ৯ শত ৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ প্রদান করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, উখিয়ার পাঁচ ইউনিয়নের ২শত ২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলোকে জমি ও গৃহ প্রদানের পাশাপাশি বিদ্যুৎ এর সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং ঈদুল ফিতরকে সামনে রেখে তাদের জন্য বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করার প্রস্তুতিও রয়েছে।
অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন সহ গণমাধ্যমকর্মীরা।
পাঠকের মতামত