১২ ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু
প্রকাশ: ২০২০-১২-০২ ২৩:৪৬:০৯ || আপডেট: ২০২০-১২-০৩ ১৭:৩৪:১৬

সিএসবি২৪ ডেস্ক:
দেশের মোট ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এসব ক্যাডেট কলেজে ভর্তি হতে অনলাইনে আবেদন পূরণ করতে হবে শিক্ষার্থীদের।
২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন।
ওই দিন বিকাল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
ww w.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। ভর্তির অন্যান্য যোগ্যতা, বয়সসীমা, খরচ প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
এ ছাড়া লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ হবে।