রোহিঙ্গাদের করোনার টিকা কার্যক্রম শুরু
প্রকাশ: ২০২১-০৮-১০ ১৬:২১:৪৯ || আপডেট: ২০২১-০৮-১০ ১৬:২১:৪৯

# প্রথম দফায় ১৮ হাজার স্বেচ্ছাসেবকসহ ৬৬ হাজার রোহিঙ্গা টিকার আওতায় আসবে।
কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও ভাসানচরসহ ৩৫টি রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে আজ। প্রতিদিন কমপক্ষে ৭ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। ৫৬টি কেন্দ্রে আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রথম দফায় রোহিঙ্গাদের
করোনার টিকা কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ৩ শতাধিক রোহিঙ্গাকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষে কাজ করছে সংশিষ্ট ক্যাম্প প্রশাসন। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের হেড মাঝি, বøক মাঝি, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ভ্যাকসিন
দেয়ার কাজে নিয়োজিত ১৮ হাজার স্বেচ্ছাসেবকদেরও টিকার আওতায় আনা হচ্ছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোহিঙ্গাদের মাঝে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।
ইউএইচসিআর সূত্রে জানা গেছে, একজন ব্যক্তিকে দুই ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হবে। যেখানে দুটি ডোজের মধ্যে ৪ সপ্তাহের ব্যবধান থাকবে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামশু দৌজা নয়ন জানান, আজ ১০ আগস্ট সকাল ১১টা থেকে উখিয়া-টেকনাফ ও ভাসানচরসহ ৩৫ টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি প্রথম দফায় ১৮ হাজার স্বেচ্ছাসেবকসহ ৬৬ হাজার জনকে ভ্যাকসিন দেয়া হবে।
কক্সবাজারস্হ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসের প্রধান স্বাস্থ্য সমম্বয়ক ডা. আবু ত্বোহা বলেন, ভ্যাকসিন কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে। প্রাথমিকভাবে ৫৬টি কেন্দ্রের মাধ্যমে আজ সকাল থেকে রোহিঙ্গাদের করোনা টিকা প্রদান শুরু হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী ৫৫ বছরের উর্ধ্বে বয়স্ক রোহিঙ্গাদের শুরুতে এ টিকার আওতায় আনা হচ্ছে।
করোনা ভ্যাকসিন নেয়ার পর কুতুপালং-৪এক্সটেনসন এর বাসিন্দা মোহাম্মদ শফি (৬৪) বলেন, রোহিঙ্গাদের জন্য করোনার টিকা ব্যবস্থা করা সরকারকে ধন্যবাদ। আমি নিজে টিকা দিয়েছি। কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। একই কথাবলেন, টিকা নেয়া জুহুরা খাতুন।
ছাড়া করোনার টিকা দিয়েছি। আল্লাহর রহমতে ভালো আছি।
এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২৮ জন আক্রান্ত হয়ে মারা যান। গত ৯ আগস্ট পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করেছেন ৫৪৭৯৬জন। তৎমধ্যে শনাক্ত হয়েছে ২৫৭৭জন। আইসোলেশনে রয়েছে ২৩২জন রোহিঙ্গা।
- রামু প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক আজ
- কাপ্তাইয়ে পলাতক আসামী আটক
- সুইডেনে বিশ্বকবি ও জাতীয় কবি নজরুলের জন্ম বার্ষিকী পালন
- ফেরীঘাটে অল্পের জন্য রক্ষা পেল মোটর সাইকেল আরোহী
- জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সভাপতি হলেন আবু তাহের, সম্পাদক- মোশারফ সিকদার
- প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রলীগের বিক্ষোভ
- ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- ভোরের কাগজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আটোয়ারীতে মানববন্ধন
- রাজাপালং ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
- কাপ্তাই সেনা জোনে হেডম্যান কারবারী সম্মেলন অনুষ্ঠিত
- কক্সবাজার সংবাদপত্র কর্মকর্তা পরিষদ’র প্রথম বর্ষ পূর্তি উদযাপন
- সংবাদ উপস্থাপকের শাড়িতে বুদ্ধের ছবি, একাত্তর টিভির দুঃখ প্রকাশ
- শিক্ষাঙ্গন জ্ঞানচর্চার জায়গা, জঙ্গিবাদের জায়গা নয় : অধ্যাপক আবদুল মান্নান
- “এক বহুরূপী গল্প”
- রাজনীতি এখন উৎকৃষ্ট পেশা : ড. আকবর আলী খান
- তথ্য ও প্রযুক্তি খাতে ৫ বছরে ২০লাখ বেকারের কর্মসংস্থান হবে : পলক
- ধর্মীয় অনুশাসন মেনে চলে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ুন
- ব্যর্থতায় থামেনি কবি নুরুল
- তশিবা 2060 ফটোকপি মেশিন বিক্রয় করা হবে
- অপরাধ ও মাদক নির্মূলে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে : পুলিশ সুপার