প্যারাবন থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় মিলেছে
প্রকাশ: ২০২১-০৫-১০ ২২:৩৫:৫৫ || আপডেট: ২০২১-০৫-১০ ২৩:১৪:০৮

নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর প্যারাবন থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
মহেশখালী থানার এস আই মনিষ বড়ুয়া জানান, মৃতদেহের কাজ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সিম চালু করে তার পরিচয় পাওয়া গেছে ।
নিহত যুবকের নাম মোঃ শরিফুল ইসলাম (২৫)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতী গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
সে পেশায় একজন কাঠমিস্ত্রী বলে জানান তার পরিবার। গত ২দিন ধরে সেই নিখোঁজ রয়েছে বলে জানায় তার স্বজনরা ।
রাতে কুমিল্লা থেকে নিহতের স্বজনরা মহেশখালীর উদ্যেশে রওয়ানা হয়েছেন জানা গেছে।
উল্লেখ্য, মহেশখালীর চরপাড়ার প্যারাবন থেকে সোমবার দুপুর ২ টার দিকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করেছে পুলিশ।