উখিয়ায় ৫ কি.মি. ধাওয়া করে মাটিসহ ডাম্পার আটক করেছে ইউএনও
প্রকাশ: ২০২০-১২-১২ ১১:০৩:৩৭ || আপডেট: ২০২০-১২-১২ ১১:০৩:৩৭

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ৫ কিলোমিটার ধাওয়া করে পাহাড়ের মাটিসহ ডাম্পার আটক করেছে উপজেলা প্রশাসন। গাড়ী রেখে পালিয়েছে চালক-হেলপার।
১২ ডিসেম্বর (শনিবার) ছুটির দিনে শীতের সকালে রাজাপালং ইউনিয়নের হরিনমারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ীটি আটক করে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।
এ ব্যাপারে তিনি বলেন, একটি ডাম্পার পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছিল। সকালে অভিযানে বের হলে সিগনাল দিলে গাড়ীটি থামেনি। এ সময় প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করলে চালক, হেলপার পালিয়ে গেলেও গাড়ীটি আটক করা হয়েছে।
এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।