বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসির জনসচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ
প্রকাশ: ২০২০-১০-২০ ১৭:৩২:৪৯ || আপডেট: ২০২০-১০-২০ ১৭:৩২:৪৯

“মাস্ক পড়ব ধুবো হাত, করোনা হবে কপোকাত”
সিএসএবি২৪ রিপোর্ট ॥
“মাস্ক পড়ব ধুবো হাত, করোনা হবে কপোকাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএনসিসির জনসচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ করেছে।
২০ অক্টোবর সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম কর্তৃক কক্সবাজার সরকারি কলেজ ও রামু সরকারি কলেজের বিএনসিসি সেনা ও নৌ শাখার ক্যাডেটদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক র্যালি ও দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনসিসি এর পরিচালক মেজর হামিদ আব্দুল ওয়াদুদ ও মেজর আতাউল এবং কক্সবাজার সরকারি কলেজের সেনা ও নৌ শাখার প্লাটুন কমান্ডার যথাক্রমে- মফিদুল আলম, মুহাম্মদ উল্লাহ, মং থোয়েন এ, রামু সরকারি কলেজের প্লাটুন কমান্ডার মোবারক হোসেন।
র্যালি শেষে বিএনসিসির ক্যাডেটরা সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছনতার কাজে অংশগ্রহণ করেন এবং সমুদ্র সৈকতে আগত পর্যটকদের এ ব্যাপার উৎসাহিত করেন।