উখিয়ার বিদায়ী ইউএনওকে সম্মাননা দিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
প্রকাশ: ২০২০-০৯-২৩ ১৮:৫৫:১৬ || আপডেট: ২০২০-০৯-২৪ ১০:৩৮:০৪

সিএসবি২৪ রিপোর্ট ॥
কক্সবাজারের উখিয়ায় বিদায়ী ইউএনও মো: নিকারুজ্জামান চৌধুরীকে সম্মাননা প্রদান করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেল ৫টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৪৬টি বৌদ্ধ বিহারে ৪৯০ কেজি করে সরকারি চাউল বিতরণ শেষে প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক চেতনায় সরকারি দায়িত্ব পালন করায় তাঁকে এ সম্মাননা প্রদান করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া ও ট্রাষ্টি এড. দীপঙ্কর বড়ুয়া পিন্টু।
উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উখিয়া উপজেলা সভাপতি শিক্ষক মেধু কুমার বড়ুয়া প্রমুখ।
পরে উখিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ বিহার উন্নয়ন ও সমাজ সুরক্ষা কমিটি পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কক্সবাজার জেলা সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া ও কলেজ শিক্ষক প্লাবন বড়ুয়া।