এলপি গ্যাসের মূল্য ৬শ টাকা নির্ধারণ, বেশি নিলে তথ্য দিন
প্রকাশ: ২০২০-০৮-০৮ ০৮:৪৪:৪৭ || আপডেট: ২০২০-০৮-০৮ ০৯:৩৬:৪৭

সিএসবি২৪ রিপোর্ট:
এলপি গ্যাস সিলিন্ডারের (১২.৫ কেজি/লিটার) স্থানীয় বিক্রয় মূল্য ৬শ নির্ধারণ করে নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন।
গত ২১ জুলাই থেকে এ তালিকা কার্যকরের কথা বলা হলেও কক্সবাজারের উখিয়ায় তা মানা হচ্ছে না।
অথচ, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধের কথা বলা হয়েছে।
এদিকে উখিয়া সদর, কোটবাজার, মরিচ্যা, কুতুপালং, পালংখালীসহ সব গ্যাসের দোকানে পূর্বের ন্যায় ৯ শত টাকার বেশি দরে বিক্রি করার অভিযোগ উঠেছে।
কোন অসাধু ব্যবসায়ী ১২.৫ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৬০০ টাকার বেশি নিলে csb24.com কে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
অথবা, জাতীয় ভোক্তা অধিকার আইন অনুযায়ী জরুরী সেবা নম্বর ৯৯৯ তে অভিযোগ করুন।