পাবনায় AB (-ve) রক্ত সহায়তা দরকার, আগ্রহীরা আওয়াঁজ তুলুন
প্রকাশ: ২০২০-০৩-৩০ ১৪:৫৮:০৮ || আপডেট: ২০২০-০৩-৩০ ১৪:৫৮:৪৯

খবর অন্তচোখ:
www.facebook.com/ANTHOCHOK এর মানবিক চিন্তা চেতনা সফল ও স্বার্থক মনে হয়েছে আজ।
কেননা, উখিয়া থেকে অন্তচোখ-এর মানবিক কর্মকান্ড দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে। যদিও ইতোপূর্বে সন্ধানী’র মাধ্যমে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে রক্ত সহায়তা করেছে।
পাবনা থেকে অত্যন্ত দরিদ্র পরিবারের একজন প্রসূতি মায়ের জন্য AB (-ve) রক্ত সহায়তার জন্য ফোনে কল এবং ম্যাসেজ করেছেন অসহায় পরিবারের এক সদস্য। স্বেচ্ছায় সাড়া দিয়ে কোন সহৃয়বান থাকলে আওয়াঁজ তুলুন। যোগাযোগ : ০১৭৮৯৬৪১৭৯৩