রোয়াংছড়িতে অস্ত্রসহ ৩ জন আটক
প্রকাশ: ২০১৯-০৮-০৩ ১৭:১১:২৮ || আপডেট: ২০১৯-০৮-০৩ ১৭:১১:৩৩

নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। শনিবার (৩আগস্ট) সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার তুলাইছড়িপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রিগছে মারমা, মংথুইপ মারমা ও মংনু মারমা। আটকৃতরা রোয়াংছড়ি উপজেলার তুলাইছড়ি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী বন্দুক, ২টি ছুরি ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে ১টি টহল দল তুলাইছড়ি এলাকা থেকে সন্দেহজনক হিসেবে রিগছে মারমাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা অস্ত্রের কথা স্বীকার করে। পরে স্বীকারোক্তি অনুযায়ী ১টি দেশীয় বন্দুক, ২টি ছুরি ও ১৬ রাউন্ড গুলিসহ আরও ২ জনকে আটক করা হয়।
আাটকের বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটকের খবর শুনেছি। তারা বর্তমানে সেনা হেফাজতে রয়েছে। তাদের এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।