৫ শতাংশ প্রবৃদ্ধি ও বোনাসসহ জুলাই মাসের এমপিওর বিল প্রস্তুত
প্রকাশ: ২০১৯-০৭-৩০ ১৭:৫৯:৩৭ || আপডেট: ২০১৯-০৭-৩০ ১৭:৫৯:৪১

সিএসবি ডেস্ক:
দু-একদিনে মধ্যেই এমপিওর চেক ছাড় হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের জুলাই মাসের এমপিও ও ঈদ বোনাসের্ চেক ছাড় করা হবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। এমপিও শিক্ষকরা জুলাই মাস থেকেই ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পাঁচ শতাংশ প্রবৃদ্ধিসহ জুলাই মাসের এমপিও’র ব্যয়ের হিসেব ইতোমধ্যে সম্পন্ন করেছে।
দ্বির্তীয়বারের মতো ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ বেতনের হিসেব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এমনটি জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র।
কিভাবে হিসেব হবে তা জানতে চেয়ে গত সপ্তাহে মন্ত্রণালয়কে চিঠি পাঠায় অধিদপ্তর। নির্দেশনা পাওয়ার পর বিল প্রস্তুত করে অধিদপ্তর। বোনাসসহ হিসেব পাঠিয়ে দেয় মন্ত্রণালয়ে।
গত বছরের নভম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা দেয়ার ঘোষণা দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করে জানায়, শিক্ষকরা বৈশাখী ভাতা ও সরকারি শিক্ষকদের ন্যায় ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন।
সূত্র জানায়, জুলাই মাসের এমপিও ও ঈদুল আযহার উৎসব ভাতার চেক একসাথে ছাড় করার পরিকল্পনা রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের।