বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্বশিষ্য জাপান সফরে যাচ্ছেন কুশলায়ন মহাথের
প্রকাশ: ২০১৯-০৪-২৩ ২১:৩৮:৩০ || আপডেট: ২০১৯-০৪-২৩ ২১:৪৬:৪৩

সিএসবি ২৪ ডটকম:
জাপানে অবস্থানরত বৌদ্ধদের আহবানে ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপনের উদ্দেশ্যে ১০ দিনের সফরে স্বশিষ্য জাপান যাচ্ছেন ভদন্ত কুশলায়ন মহাথের।
২৪ শে এপ্রিল দুপুর ২টায় শৈলেরডেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র এবং বিশ্ব জ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের প্রতিরূপ দেশ জাপানের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাইল্যান্ডের সূবর্ণভূমি যাবেন।
সেখান থেকে তিনি ২৭ এপ্রিল জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। ১০ দিন জাপান সফর শেষে ৮ মে দেশে ফিরবেন বলেন জানিয়েছেন তাঁরই শিষ্য জ্যোতি কুশল ভিক্ষু।
সফরকালে তাঁর সাথে থাকবেন স্বশিষ্য উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতিপ্রিয় থের।
প্রিয় গুরুর জাপান সফরে যাঁরা সহযোগিতা করেছেন জাপানে পিএইচডি অধ্যয়নরত শ্রীমৎ জ্যোতিঃ রক্ষিত ভিক্ষু, থাইল্যন্ডে এমফিল অধ্যয়নরত জ্যোতি: আর্য ভিক্ষু জ্যোতিঃ কল্যাণ ভিক্ষুসহ জাপানে অবস্থানরত বাঙালি বৌদ্ধরা।
এদিকে পুজনীয় ভান্তের জাপান সফরের শুভ কামনা করেছেন সিএসবি ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে প্রকাশক ও সম্পাদক পলাশ বড়ুয়া।