ঘুমধুমে পাওনা টাকা চাইতে গিয়ে খুন
প্রকাশ: ২০১৯-০১-২১ ১৭:৪৪:৩৮ || আপডেট: ২০১৯-০১-২১ ১৭:৪৪:৩৮

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাওনা টাকা চাইতে গিয়ে ফরিদ আলম (৩০) নামে এক যুবক ছুরির আঘাতে খুন হয়েছে। খুন হওয়া যুবক তুমব্রু ভাজাঁবনিয়া গ্রামের জমির হোছনের পুত্র।
সোমবার সকাল ১০টার দিকে তুমব্রু উত্তর পাড়া জাগির হোছনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ফরিদ আলম ঘটনাস্থলে মারা যায়।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী জানান, ঘাতক একই এলাকার বাসিন্দা জাফর আলমের ছেলে আবুল কালাম (৩২) কে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।