সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৭:২৫:২১ || আপডেট: ২০১৮-১২-২৭ ১৭:২৫:২১

অনলাইন ডেস্ক: নির্বাচনের দিন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমসহ ও বিভিন্ন মহলের সমালাচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আজ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা বাতিল করে নির্বাচন পরিচালনা সংস্থাটি। এ বিষয়ে কথা বলতে গেলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমে জানান, সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তাদের ইসি কর্তৃক স্টিকার সরবরাহ করা হচ্ছে। ফলে আগের মতো মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এর আগে গত শুক্রবার নির্বাচনের দিন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসি। এমন সিদ্ধান্তের পর এ নিয়ে বিরোধিতা করেন দেশের বিভিন্ন সংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা।
গত মঙ্গলবার ইসি সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। পরে গত বুধবার বিষয়টি নিয়ে পুনঃবিবেচনায় আলোচনায় বসে ইসি।
আলোচনায় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি বাদ দেন ইসি কর্মকর্তারা।