ভালুকিয়ার দীপালী’র মা আর নেই
প্রকাশ: ২০১৮-১২-১৬ ১১:৩৪:১১ || আপডেট: ২০১৮-১২-১৬ ১১:৪৬:৪০

সংবাদ বিজ্ঞপ্তি :
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং নিবাসী মাষ্টার নীতিপূর্ণ বড়ুয়া’র সহধর্মীনি প্রকাশ দীপালি’র মা যশোদা বড়ুয়া (৭৮) পরলোক গমণ করেছেন (অনিচ্চাবত সংখারা… তেসং বুপো সামো সুখো)।
১৬ ডিসেম্বর (রবিবার) সকাল ৭টায় কক্সবাজারস্থ তাঁর ছেলের বাসায় বার্ধক্যজনিত রোগে শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
প্রয়াত: যশোদা বড়ুয়া ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া দীপু’র মাতা।
আগামীকাল ১৭ ডিসেম্বর দুপুর ২টায় ভালুকিয়াপালং নিজ গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রয়া অনুষ্ঠিত হবে এমনটি জানিয়েছেন পরিবারবর্গ।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর তাঁর পুত্র সজিত বড়ুয়া মৃত্যুবরণ করে। পুত্র বিয়োগের ১৬ দিন পর মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে।
এদিকে পরমজ্ঞাতী (পিসি মা) সদ্ধর্মপ্রাণ উপাসিকা যশোদা বড়ুয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়ুয়া ও তাঁর পরিবারবর্গ।