“আয়ু”
প্রকাশ: ২০১৮-১২-০৭ ১৩:১৮:৪২ || আপডেট: ২০১৮-১২-০৭ ১৩:১৮:৪২

হাশেম সৈকত::
সিরিশ পাতার জলে বোধের ফসিল
পোড় খাওয়া জীবন শরতের ঝিল।
দেহমাটি ক্ষয়ে যায় নিবিড় সৌরভ
চেতনার পলি পড়ে মাটির ভৈবব।
বিষণ্ণ রাজপথ বিমুখ সময়
ঝড়োমেঘ ছাইবালি গড়েছে হৃদয়।
পাখি উড়ে যায় পুড়ে মন মাটি কায়া
নিশ্চল দেহঘিরে শুন্যতা ছায়া।
সৃজনের কোলাহল নদীরও আছে
মানুষ আয়ু-তে বাঁচেনা কর্মে বাঁচে।
লেখক : বাংলা বিষয়ের প্রভাষক, লামা কলেজ।