উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবাকারবারী নিহত, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার
প্রকাশ: ২০১৮-০৯-১৮ ১২:২২:২০ || আপডেট: ২০১৮-০৯-১৮ ১৭:৪৬:২৩

গফুর মিয়া চৌধুরী:
কক্সবাজারের উখিয়ায় র্যাবের সাথে গুলি বিনিময়ের ঘটনায় দুই ইয়াবাকারবারী নিহত হয়েছে । ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোরে উপজেলার মরিচ্যা বাজার এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মোঃ শাহ আলমের পুত্র আব্দুস সামাদ (২৭) ও যশোরের অভয়নগর উপজেলার নাজমুল সর্দারের পুত্র আবু হানিফ (৩০)। র্যাব -৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরিচ্যা চেকপোস্ট অতিক্রম করার সময় একটি ট্রাককে চেক করার জন্য সংকেত দেয় র্যাব সদস্যরা। এসময় ট্রাক থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা কারবারীরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থলে দুই জনের মরদেহ পাওয়া যায়। ওই ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা ছিলো বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে।
র্যাব আরও জানায়, ঘটনাস্থল থেকে আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার পিচ ইয়াবা, একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৮রাউন্ড গুলি ও ৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত ট্রাক।
এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ভোরের কাগজকে জানান, নিহত দুই ইয়াবা কারবারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ হয়।