বিএনপি না আসলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে : ওবায়দুল কাদের
প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৬:৫২:১২ || আপডেট: ২০১৮-০৯-১৬ ১৬:৫২:১২

অনলাইন ডেস্ক: আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই। বিনা প্রতিযোগিতার ফাঁদ তৈরির কোনো সুযোগ নেই। সবাই প্রতিদ্বন্দ্বিতা করেই এবার ইলেকশনে জিতবে।
এ সময় নির্বাচন নিয়ে জাতিসংঘকে উদ্ধৃত করে বিএনপির দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।