মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ শুরু
প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৬:৪১:২৮ || আপডেট: ২০১৮-০৯-১৬ ১৬:৪১:২৮

অনলাইন ডেস্ক: শুরু হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮। আজ ১৬ সেপ্টেম্বর এফডিসিতে সুন্দরী অন্বেষণের এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে এর আয়োজক অন্তর শোবিজ। দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজন করেছে এই প্রতিষ্ঠান।
চলতি মাসের শেষ সপ্তাহে এই প্রতিযোগিতার বিজয়ীকে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে।
গত বছর মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছান তিনি। সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট জেতেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।