কোটবাজারে যানজট নিরসনে হেলপ কক্সবাজারের বিশেষ উদ্যোগ
প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৯:৫৭:৫৪ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২০:১৬:৩০

সিএসবি ২৪ ডটকম :
উখিয়া-টেকনাফে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় সরকারি, বেসরকারি প্রতিনিধিদের গাড়ীর বহরে কক্সবাজার-টেকনাফ (শহীদ এটিএম জাফর আলম) সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনাসহ প্রতিটি স্টেশনের যানজট চরম পর্যায়ে পৌঁছেছে।
বিশেষ করে ব্যস্ততম কোটবাজারের স্টেশনের যানজট নিরসনে হেলপ কক্সবাজারের উদ্যোগে পরিবহণ ভিত্তিক স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি আলোচনা সভা সিএসবি ২৪ ডটকম অফিসে অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে কোটবাজারকে যানজট মুক্ত করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, সিএসবি ২৪ ডটকম এর সম্পাদক পলাশ বড়ুয়া।
উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন শান্ত, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শৈবাল বড়ুয়া, সিএনজি’র পার্কিংয়ে স্বেচ্ছাসেবক ছৈয়দ আলম, ফরিদ আলম, টমটম পার্কিংয়ের স্বেচ্ছাসেবক মঞ্জুর আলম, মিনি পিকআপ পার্কিংয়ের স্বেচ্ছাসেবক মোহাম্মদ আলম ভুলু, ট্রাক পার্কিংয়ের স্বেচ্ছাসেবক মোহাম্মদ বেলাল উদ্দিন।
এ সময় পার্কিং ভিত্তিক স্বেচ্ছাসেবীদের সম্মতিতে তাদেরকে ৫জন সদস্য মনোনীত করা হয়। সভায় হেলপ কক্সবাজারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। জনসচেতনামূলক এ কর্মকান্ড বহুল প্রচারে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবেন অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি ২৪ ডটকম।