রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি’র প্রতিনিধি দল
প্রকাশ: ২০১৮-০৯-১২ ১৫:৩৪:৫০ || আপডেট: ২০১৮-০৯-১২ ১৫:৩৮:৪৯

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইসলামী সহযোগি সংস্থা’র (ওআইসি) ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে যান তাঁরা। এ সময় নতুন করে আসা ৫০ জন রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কথা বলেন।
ঘুমধুম থেকে পরে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর ট্রানজিট সেন্টারে যান এবং সেখানেও নির্যাতিত কিছু সংখ্যক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে নারী বান্ধব কেন্দ্রে নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় রোহিঙ্গারা বলেন, তারা মিয়ানমারে ফিরতে আগ্রহী, তবে তাদের বাপ-দাদার আমলের পুরনো বসতবাড়ীসহ মর্যাদার সাথে নাগরিকত্ব দিতে হবে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ওআইসি’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কুরাইশি নিয়াশ, ডেপুটি সেক্রেটারি জেনারেল আলী আজগর মোহাম্মদী সিজানি, ডাইরেক্টর অব কনফারেন্স জাহিদ হাসান কুরশি, ইরানের সংসদ সদস্য সৈয়দ হিমায়েত মিরজাদি, মোহাম্মদ হোসাইন কুর্ডলু, তুরুষ্কের হেড অব ডেলিগেশন ওরহান এ্যাটালাই, মমতাজ জারনি, মালেশিয়ার ডেপুটি স্পিকার রশিদ বিন হাসনুন, মহসীন বিন আব্দুল মালেক, আলজেরিয়ার সংসদ সদস্য ইউসেফ এডজিসা, সুদানের ওমর ইবনে দুউদ, মাহামুদু ডিজুগা ডিজুদ্দি, ইসাখা ইসা ইউছুপ, আল হাসান মোহাম্মদ, অসীম উমর আহমেদ আদনান, মোক্তার আহমদ, মাহজুমা হাসান মুসা, আবদেল রহমান হোসাইন, মরক্কোর মোহাম্মদ ওজ্জিন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বর্ণালী ছন্দাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বুধবার সকালে এ প্রতিনিধি দলকে ককসবাজার বিমান বন্দরে ফুল দিয়ে বরণ করেন ককসবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল, শরনার্থী সচিব আবুল কালাম।
বিকাল ৩টার দিকে কক্সবাজারে অবস্থিত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।