খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন কাল
প্রকাশ: ২০১৮-০৯-০৯ ২১:৫৭:৫১ || আপডেট: ২০১৮-০৯-০৯ ২১:৫৭:৫১

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবসহ সারা দেশে মানববন্ধন করবে বিএনপি।
এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আমাদের সময়কে বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হবে। একই কর্মসূচি ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরেও অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, আজ রোববার দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রতিনিধি দলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে আসার পর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার অনুমতির কথা জানান দলটির নেতা রুহুল কবির রিজভী।